রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মনোনয়ন পেয়েই ‘বট’ নিয়ে সরব এনসিপি নেতা, সাংবাদিককে বললেন ‘ক্লাস করতে’

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ ডিসেম্বর ২০২৫ | ৫:৫৫ অপরাহ্ন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পাওয়ার পরপরই ফেসবুকে রহস্যজনক স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী মীর আরশাদুল হক।

বুধবার (১০ ডিসেম্বর) দলটির চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম আসার পর তিনি ফেসবুকে লিখেন, ‘এনসিপি আমাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু বটের আক্রমণ থেকে মুক্তি দেয় নি! দেখা যাক, কী হয়…।’

মীর আরশাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। এনসিপি গঠিত হওয়ার পর তিনি দলটির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পান। তার বাড়ি বাঁশখালীর নাপোড়া গ্রামের মীরপাড়ায়।

বুধবার এনসিপির ১২৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশের পর মীর আরশাদুল হক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দলীয় পেজের পোস্টটি শেয়ার করে ওই মন্তব্য করেন। তিনি আরও লিখেন, রাজনৈতিক সচেতনতা ও সংস্কৃতি পরিবর্তন ছাড়া একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মন্তব্য ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। একটি সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে মীর আরশাদুল হককে বিভিন্ন সময়ে জামায়াতবিরোধী স্ট্যাটাস দিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি ‘বট বাহিনী’ বলতে অনলাইনে সক্রিয় নির্দিষ্ট কোনো রাজনৈতিক গোষ্ঠীর সমর্থকদের বুঝিয়েছেন।

এদিকে এই স্ট্যাটাসের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মীর আরশাদুল হক একুশে পত্রিকার প্রতিবেদকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তিনি বলেন, “এই নিউজ করার জন্য কি আপনাকে অফিস থেকে অ্যাসাইনমেন্ট হয়েছে? আমিও সাংবাদিকতা নিয়ে পড়েছি। আপনাদের আরও ক্লাস করতে হবে। ভালো হয়ে যান বেলাল ভাই।”

‘বট বাহিনী’ বলতে কাদের বোঝানো হয়েছে—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, “আপনি গুগলে সার্চ করুন, ওখানেই পেয়ে যাবেন।” কিছুক্ষণ পর তিনি হোয়াটসঅ্যাপে ‘বট বাহিনী’ সম্পর্কে চ্যাটজিপিটির একটি স্ক্রিনশট পাঠান।

একজন মনোনীত প্রার্থীর এমন মন্তব্য এবং গণমাধ্যমকর্মীর সঙ্গে আচরণের বিষয়টি এখন বাঁশখালীর রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।