শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘স্লো পয়জনিং করে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা হয়েছিল’

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ ডিসেম্বর ২০২৫ | ৬:২৪ অপরাহ্ন


দেশের চোর-ডাকাতরা বিদেশে চিকিৎসার সুযোগ পেলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেই সুযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি অভিযোগ করেন, আইনের ঠুনকো অজুহাত দেখিয়ে তাকে বিদেশে না পাঠিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর মাধবদীতে কাজিমউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তিন হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় বেগম জিয়াকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল। ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে পরিত্যক্ত বাড়িতে রেখে ‘স্লো পয়জনিং’ করে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু ‘রাখে আল্লাহ মারে কে?’—আল্লাহর রহমতে তিনি এখনো আমাদের মাঝে আছেন।

সাবেক সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা শুধু অন্যায়-অত্যাচার বা গুম-খুনই করেননি; শেয়ার বাজারসহ দেশের ব্যাংকগুলো লুটপাট করে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে তুলেছেন। দেশের টাকা লুট করে তারা আঙুল ফুলে কলাগাছ নয়, ‘বটগাছ’ হয়েছেন। তারা পুকুর চুরি নয়, সাগর চুরি করেছেন। যার ফলে দেশের এক-তৃতীয়াংশ মানুষ এখন দরিদ্র ঝুঁকির মধ্যে রয়েছে।

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন এই নেতা। তিনি বলেন, দেশের কোনো নারী-শিশু না খেয়ে থাকবে না, তাদের আর কষ্ট করতে হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী ও মাধবদী থানা বিএনপির সভাপতি আমান উল্লাহসহ দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।