
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, যারা স্বাধীনতাবিরোধী এবং যাদের কাছে নারীরা নিরাপদ নয়, সেই ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যান করতে হবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলার শীলমান্দীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীরা দেশের জনগণের জন্য কাজ করবে না। কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সেটা বিএনপি জানে। তাই বিএনপিকে নির্বাচিত করলে দেশের উন্নয়ন হবে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি মাফিয়া ও জালিম সরকারের পতন হয়েছে। আগামী দিনে এমন প্রার্থীকে ভোট দিতে হবে, যাকে ভোট দিলে আমানতের খেয়ানত হবে না।
সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন মহিলা দল আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং জেলা বিএনপির সহ-সভাপতি বিজি রশিদ নওশের। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।