
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে উদীয়মান তরুণদের সংগঠন ডিবেটার্স ফোরাম, চুনতি (ডিএফসি)-এর উদ্যোগে ‘বিজয় ও যুক্তির মঞ্চ-২০২৫’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার পরিষদ লোহাগাড়া উপজেলার সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক হামিদুর রহমান। আবু হুরায়রা মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক হামিদুর রহমান প্রতিযোগীদের মেধা ও যুক্তিতর্কে অভিভূত হন এবং আয়োজকদের এমন সৃজনশীল উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিএফসি সভাপতি এ বি এম গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনতি সমাজকল্যাণ পরিষদের কার্যনির্বাহী সদস্য কুতুবউদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন চাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কর্ণফুলী ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আবু বকর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিতর্ক প্রশিক্ষক রবিউল হোসাইন, হিল্লোল সাহিত্য সাংস্কৃতিক সংসদের প্রতিনিধি মুহাম্মদ হুমায়ুন, ইসলামী ব্যাংক কর্মকর্তা সাইফুদ্দিন মুরাদ, আরমান হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু দাউদ মোহাম্মদ ফুয়াদ।
বক্তারা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানান। পরে ডিএফসির তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।