শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পটিয়ায় বিএনপির দুই গ্রুপের বিক্ষোভ, ‘পিআরপন্থিদের’ দুষলেন এনাম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর ২০২৫ | ৭:০৯ অপরাহ্ন


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ‘পিআর’ (সংখ্যানুপাতিক) নির্বাচন পদ্ধতির দাবিদার ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনাম।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পটিয়া পৌর সদরের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওসমান হাদির ওপর হামলা এবং এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারণায় গুলির ঘটনার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি।

এনামুল হক এনাম বলেন, “এরা কারা? আমাদের বিএনপির ওপর গুপ্ত হামলা চালাচ্ছে। যারা পিআর পদ্ধতি চেয়েছিল তারা। এরা পিআর ছাড়া নির্বাচন করবে না বলছিল। তারা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়াদের দোসর।”

তিনি আরও বলেন, “তারা বলেছিল, গণভোট ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। কিন্তু ১৮ কোটি জনগণ বলে দিয়েছে, নির্বাচন হবেই। গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত স্বৈরাচারের দোসররা এ ধরনের গুপ্ত হামলা চালাবে। আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত।”

পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পটিয়া বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ, জেলা বিএনপি নেতা সাইফুদ্দীন আহমদ, একে এম জসিম উদ্দীন, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, বিএনপি নেতা আবদুল মাবুদ, আবুল কাশেম, মনির আহমদ সেলিম।

এছাড়া জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইয়াছিন আরাফাত, সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, শাহাদাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক বিকু, মো. জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান মায়া, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমদ নান্নু, সদস্য সচিব মো. আলমগীর, মহিলা দলের নেত্রী রেখা মেম্বার ও হালিমা রহমান প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল পটিয়া বাসস্টেশনে গিয়ে শেষ হয়।

দক্ষিণ জেলা বিএনপির আরেকটি অংশের সমাবেশ

এদিকে একই ঘটনার প্রতিবাদে পটিয়া উপজেলা গেট এলাকায় পৃথক সমাবেশ করেছে বিএনপির আরেকটি অংশ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার, শাহাদাৎ হোসেন সুমন, জসিম উদ্দীন মাস্টার, হারুনুর রশিধ চৌধুরী, নাছির উদ্দীন, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, রবিউল হোসেন বাদশা, আবদুল হাকিম, দ্বীন মোহাম্মদ, জিল্লুর রহমান, হাজী নজরুল ইসলাম, সাহাবুদ্দীন খোকন, গাজী মোহাম্মদ মনির, সেলিম মাস্টার, নুরুল আমিন মধু, আবদুল আলীম, এডভোকেট ফোরকান, ফরিদুল আলম, এডভোকেট আবদুস ছবুর, মনছুর শরীফ, জহির উদ্দীন তসলিম, সাইফুল ইসলাম, খোকন, জসিম উদ্দীন, জিয়াউর রহমান, এডভোকেট জসিম উদ্দীন, জাগির মেম্বার, আলী আজগর আকবরী, মামুন সিকদার, এমএ রুবেল, শফিকুল আলম চেয়ারম্যান, মো. শওকত, গাজী আলী আকবর, জাহাঙ্গীর আলম, শওকত চেয়ারম্যান, এনামুল হক, আব্বাছ আলী, সোহেল সওদাগর, ফরিদুল আলম, নাজিম উদ্দীন, জাফর ভান্ডারী, ইউছুপ শাহ, আবুদল ছালাম, আবুল কাশেম মিঞা, মো. ইব্রাহিম মির্জা, মো. হাবিব, আশরাফ উদ্দীন নয়ন ও মোহাম্মদ কামাল প্রমুখ। এই সমাবেশ শেষেও একটি মিছিল পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।