
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানার পর এবার শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তাকে এই নোটিশ দেওয়া হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে শোকজের জবাব দিতে নির্দেশ দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শোকজ নোটিশে জানতে চাওয়া হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না।
এর আগে শনিবার বিকেলে লোহাগাড়ায় বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর শনিবার নাজমুল মোস্তফা আমিন বিশাল গাড়িবহর নিয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। এ সময় একাধিক গাড়ি নিয়ে শোভাযাত্রা ও জনসমাগম সৃষ্টি করা হয়, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং সত্যতা পাওয়ায় জরিমানা করে। জরিমানার পরপরই পুনরাবৃত্তির আশঙ্কায় সাতকানিয়া উপজেলা প্রশাসন তাকে শোকজ করার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। আইন সবার জন্য সমান। আচরণবিধি ভঙ্গের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”