শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রেমিট্যান্স পাঠিয়ে সিআইপি হলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ ডিসেম্বর ২০২৫ | ৬:৫৯ অপরাহ্ন


সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন (সিআইপি) নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী।

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪-২৫ অর্থবছরের জন্য তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত করেছে। আগামী ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত তিনি এই সিআইপি মর্যাদা ভোগ করবেন।

সিআইপি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম রাহী মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি আমাকে দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও সততা, পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার করছি।

তিনি আরও বলেন, এই অর্জন একান্তই আমার ব্যক্তিগত নয়; বরং আমার প্রতিষ্ঠান, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই সফলতা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রাণিত করবে, যারা নীরবে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মরহুম মোহাম্মদ এনু মিয়া ও মরহুমা আয়েশা খাতুনের সন্তান শফিকুল ইসলাম রাহী সংযুক্ত আরব আমিরাতের আজমানে ‘রাহী ওয়ান ট্রাভেলস’-এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন। রাজনীতির মাঠে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রাহী এনুমিয়া-আয়েশা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি শফিকুল ইসলাম রাহী এতিমখানা, হিফজখানা ও দাখিল মাদ্রাসা এবং দোহাজারী গ্রীণ চার্টার্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স, আমিরাত বাংলাদেশ দূতাবাস ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, সাতকানিয়া সমিতি ও খাগরিয়া সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দাতা সদস্য ও উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত।

উল্লেখ্য, সিআইপি কার্ডধারী হিসেবে তিনি সচিবালয়ে প্রবেশে বিশেষ সুবিধা, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, সরকারি যানবাহনে সংরক্ষিত আসন এবং ব্যবসায়িক ভ্রমণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশনসহ বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন।