শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘থ্রি-নট-থ্রি’ রাইফেলে হত্যা: ৩০ বছর পর জালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তাহের

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ ডিসেম্বর ২০২৫ | ৬:০২ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে ‘থ্রি-নট-থ্রি’ রাইফেল দিয়ে গুলি করে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে দীর্ঘ ৩০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রায় তিন দশক আগে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামে প্রবেশ করে থ্রি-নট-থ্রি রাইফেল দিয়ে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত ব্যক্তির মা বাদী হয়ে আবু তাহেরসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১ নম্বর আসামি ছিলেন তাহের।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, বিচার প্রক্রিয়া শেষে আদালত আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং আরও চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার রাতে বাড়িতে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।