
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো দালাল চক্র। এই চক্রের প্রতারণায় গ্রামের মানুষ কীভাবে নিঃস্ব হয়, তা গ্রামে না গেলে বোঝা যায় না। শ্রমশক্তি রপ্তানি খাতকে দালালমুক্ত করতে না পারলে এই খাতের কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “বিদেশে যাওয়ার সঙ্গে ‘দালাল’ শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এটি থেকে বের হওয়ার কোনো উপায় নেই। গ্রামেগঞ্জে গেলে বোঝা যায়, এই দালালরা কীভাবে মানুষকে ঠকায়। কেউ আশা করে বসে থাকে—ছেলেকে বা স্বামীকে বিদেশ পাঠাবে। টাকার দরকার, তাই টাকা জোগাড় করে, কারো থেকে ধার করে কিংবা ব্যাংক থেকে ঋণ নেয়। এরপর তারা প্রতারণার শিকার হয়।”
তিনি আরও বলেন, “যা কিছু আমরা করছি, উপরে উপরে করছি। এগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সমস্যার গভীরে ঢোকা যাচ্ছে না। সমস্যা আরও কঠিন, আরও জটিল। এটা সমাধানের জন্য যে পরিমাণ প্রচেষ্টা দরকার, এখনও আমরা সেটা করে উঠতে পারিনি। আমার সঙ্গে এই সমস্যার পরিচয় বিভিন্ন দিক থেকে এসেছে, সরকারে আসার অনেক আগে থেকেই।”
বাংলাদেশের জনশক্তির বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতেই হবে, কারণ এতো তরুণ জনশক্তি আর কোথাও নেই।”
জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে ড. ইউনূস বলেন, “জাপানে গিয়েছিলাম। তারা বলল, লোক দরকার। আমি বললাম, আমরা তো লোক নিয়ে বসে আছি। কত লোক লাগবে? তারা নেপাল থেকে ৭ হাজার লোক নিয়েছে, অথচ বাংলাদেশ থেকে নিয়েছে মাত্র ২ হাজার। শুনে অবাক হলাম। আমি বললাম, আমরা এক লাখ লোক দিতে পারব। শুধু ভাষা শিখলেই ওখানে যাওয়া সম্ভব।”
জাপানের বর্তমান পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, “সেখানে বহু শহরে ট্যাক্সি বন্ধ হয়ে গেছে ড্রাইভারের অভাবে। মাইলের পর মাইল জমি জনশূন্য পড়ে আছে। তারা বলল, লোক পাঠাও যাতে এগুলো চালু করতে পারি, চাষাবাদ করতে পারি।”
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন।