শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মানসিক চাপে বিপর্যস্ত ইসরায়েলি বাহিনী, আত্মহত্যার চেষ্টা করেছেন ২৭৯ সেনা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ ডিসেম্বর ২০২৫ | ৯:১১ পূর্বাহ্ন


ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে নিজ বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজায় অভিযান শুরুর পর থেকে মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করা ইসরায়েলি সেনার সংখ্যা এ নিয়ে ৬১ জনে দাঁড়াল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। নিহত ওই সেনা ইসরায়েলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন এবং তিনি ‘ট্র্যাকার’ হিসেবে দায়িত্ব পালন করতেন।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলের ওই ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক সেনা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বাহিনীটি।

তবে হারেৎজ-এর প্রতিবেদনে বিষয়টিকে আত্মহত্যা হিসেবেই ইঙ্গিত করা হয়েছে। এতে বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর থেকে সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে।

সেনাসদস্যদের মানসিক চাপ ও আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগের চিত্র উঠে এসেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্রের প্রতিবেদনেও। চলতি বছরের ২৮ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইসরায়েলের ২৭৯ জন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি সাতটি প্রচেষ্টার বিপরীতে একজন সেনার মৃত্যু হয়েছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, সাম্প্রতিক এই মৃত্যু ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে চলমান মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।