শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আগরতলায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৯ ডিসেম্বর ২০২৫ | ৩:১৪ অপরাহ্ন


ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে একটি স্থানীয় যুব সংগঠন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় রাজনৈতিক দল ‘তিপ্রা মথা’র যুব শাখা ‘ইয়ুথ তিপ্রা ফেডারেশন’ এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভের কারণে আগে থেকেই সহকারী হাইকমিশন কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে পুলিশ সুপার নমিত পাঠক নিজে উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন নেতা ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন।

সংগঠনটির নেতারা বলেন, “এই ধরনের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উসকানিমূলক। এটি শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই ক্ষতিকর নয়, বরং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রেও হুমকিস্বরূপ।”

এদিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি এবং এই বিক্ষোভের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সামনেও নিরাপত্তা ব্যবস্থা ‘দৃশ্যমানভাবে’ বৃদ্ধি করা হয়েছে বলে মিশন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরও আগরতলার এই সহকারী হাইকমিশন কার্যালয়ে কিছু হিন্দুত্ববাদী সংগঠন হামলা চালিয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে এবার প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।