
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহ দিতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘রেইনবো মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫’। শুক্রবার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউট কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ভিড় করেন অভিভাবকরা।
পরীক্ষা শেষে আয়োজিত অনুষ্ঠানে রেইনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী ড. সানাউল্লাহ চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ পরিচর্যা ও স্বীকৃতি দিতে তাদের এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেইনবো ফাউন্ডেশনের উপদেষ্টা ও আইনজীবী দেলোয়ার হোসেন, মুহাম্মদ আয়ূব আলী এবং ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এনামুল হক। এ সময় আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সহসভাপতি তাফহিমুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য সোহাইল তাওসিফ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ লিয়াকত আলী, মুহাম্মদ নাছির উদ্দীনসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এমন উদ্যোগ শিক্ষাঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অভিভাবকরা।