শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ ডিসেম্বর ২০২৫ | ৬:১৪ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার বিকাল ৪টার দিকে তিনি উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটি ঘুরে দেখেন।

সংশ্লিষ্টরা জানান, ফতেপুর ইউনিয়নের ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৮৪৫ জন এবং চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৫৪০ জন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন ত্রিপুরা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এছাড়া হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল পরিদর্শনের সময় উপস্থিত ছিল।