
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব।
একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
শনিবার এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ এই নিন্দা ও দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে জাতি যখন শোকাহত এবং সাধারণ মানুষ ক্ষুব্ধ, ঠিক সেই সময়ে গণমাধ্যমের ওপর এমন হামলা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
নেতারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।
বিগত সরকারের সময় সংবাদমাধ্যমের কণ্ঠরোধের প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পরেও যদি গণমাধ্যমের ওপর হামলা অব্যাহত থাকে, তবে জনগণের ভরসার জায়গা আর থাকে না।
অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতারা।