
চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হককে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাতটার দিকে উপজেলা সদরের বটতলী স্টেশনের আইস পার্কের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের আটক করে পুলিশে দেওয়ার চেষ্টার সময় এ ঘটনা ঘটে। আহত মুহিবুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ২২ বছর বয়সী মুহিবুল হক লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ার মৃত নুরুল হকের ছেলে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।
প্রত্যক্ষদর্শী ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের বরাতে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় আইস পার্কের সামনে মুহিবুলসহ কয়েকজন সহপাঠী দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ জিহাব ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিনহাজ মোটরসাইকেলে করে সেখানে আসেন। নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে চিনতে পেরে মুহিবুল ও তার সঙ্গীরা তাদের আটকান।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ছাত্রলীগের ওই দুই নেতাকে থানায় সোপর্দ করার জন্য ব্যাটারিচালিত রিকশায় তোলার চেষ্টা করা হয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছাত্রলীগ নেতা জিহাব আহত হন। পরে আরেক নেতা মিনহাজকে রিকশায় তোলার সময় তিনি পেছন থেকে মুহিবুল হককে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। অন্যদিকে ছাত্রলীগ নেতা জিহাবকে রিকশায় করে থানায় নিয়ে যাওয়ার পথে রশিদের পাড়া এলাকায় পৌঁছালে তিনিও চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।