শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নির্বাচন সামনে রেখে তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসিতে রুদ্ধদ্বার বৈঠক

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ ডিসেম্বর ২০২৫ | ১:৩১ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রবিবার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়।

এর আগে বৈঠকের জন্য একে একে নির্বাচন ভবনে উপস্থিত হন তিন বাহিনীর প্রধানরা। প্রথমে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এরপর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ইসিতে প্রবেশ করেন। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানান।

ইসি সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি নাসির উদ্দীনের সভাপতিত্বে ওই সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে ইসি সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।