শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পটিয়ায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ ডিসেম্বর ২০২৫ | ৬:৩৩ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ও রোববার দুপুরে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তাররা হলেন—বড়লিয়া ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আব্বাস খাঁন (৩২) এবং আওয়ামী লীগ নেতা রতন চক্রবর্তী (৬২)।

পুলিশ জানায়, রোববার দুপুরে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল এলাকা থেকে কৃষক লীগ নেতা নুরুল আব্বাস খাঁনকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়লিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে।

এর আগে শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনার সময় কেলিশহর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা রতন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। রতন চক্রবর্তী কেলিশহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুৎসু যশ চাকমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে নুরুল আব্বাস খাঁনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এবং রতন চক্রবর্তীকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।