শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

হাটহাজারীতে সড়ক দখল ও টপ সয়েল কাটায় ৬ জনের দণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ ডিসেম্বর ২০২৫ | ৯:১৩ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে যানজট নিরসন ও কৃষিজমির মাটি কাটা বন্ধে পৃথক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ছয়জনকে মোট ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চৌধুরীহাট ও মির্জাপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় যানজট বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের ফুটপাত দখল করে দোকান বসানো এবং নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে পাঁচজনকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ, মইনুদ্দিন, আবুল বশর ও মুহিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী তাদের এ সাজা দেওয়া হয়। অভিযানের সময় সড়কের পাশ থেকে ১৫ থেকে ২০টি অবৈধ দোকান ও স্থাপনার বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়েছে। এছাড়া সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করিয়ে যানজট সৃষ্টির দায়ে ৩ নম্বর রুটের এক বাসচালককেও জরিমানার আওতায় আনা হয়।

অভিযান শেষে ইউএনও বাজার ইজারাদার ও ব্যবসায়ী সমিতিকে ভবিষ্যতে যানজট নিরসনে ও বাজার পরিষ্কার রাখতে কঠোর নির্দেশনা দেন। একইসঙ্গে বর্তমান স্থান থেকে কাঁচাবাজারটি সরিয়ে নেওয়ার জন্য বিকল্প স্থান খুঁজতে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন তিনি।

অন্যদিকে একইদিন দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার বিরুদ্ধে পৃথক অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। এ সময় অনুমতি ছাড়া মাটি কাটার অপরাধে আবদুল হামিদ নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।