শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

৯৯৯-এ কল: পটিয়ায় চালককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, জনরোষে ছিনতাইকারী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৯ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে এক ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার রাতে পটিয়া বাইপাস সড়কের বাকখালী বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মো. হারুন (৩২)। তিনি উপজেলার কচুয়াই ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মো. সেলিমের ছেলে। পুলিশ জানিয়েছে, হারুন পেশাদার ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পটিয়া পৌরসদরের তালতলা চৌকি এলাকার অটোরিকশা চালক মো. আমির হোসেন সোমবার দুপুর ১টার দিকে গাড়ি নিয়ে বের হন। এ সময় পৌরসদরের পোস্ট অফিস এলাকা থেকে ৮০০ টাকায় সারা দিনের জন্য অটোরিকশাটি ভাড়া করেন হারুন। সারা দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর রাত ৮টার দিকে বাইপাস সড়কের ভদেয়ার টেক এলাকায় পৌঁছালে হারুন চালকের গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে চালক আমির হোসেন আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাসেল বড়ুয়া জানান, ছিনতাইয়ের চেষ্টার সময় চালক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে হারুনকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। রাসেল আরও জানান, পটিয়া বাইপাস এলাকায় প্রায়ই এ ধরনের চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আটক হারুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে ঘটনার শিকার অটোরিকশার মালিক শয়ন মজুমদার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।