
‘মা, মাটি ডাকছে—তারেক রহমান আসছে’ এবং ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে চট্টগ্রামের রাঙ্গুনিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার সেখানে মিছিল করেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল।
উপজেলা ও পৌরসভা যুবদল এবং ছাত্রদলের ব্যানারে মঙ্গলবার দুপুরে এই স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে এই স্বাগত মিছিলের আয়োজন করা হয়। রাঙ্গুনিয়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন।
দলীয় হাইকমান্ড সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর দেশে পৌঁছে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর তিনি তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে নিজ বাসভবনে ফিরবেন।
এদিকে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে তারেক রহমানের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সরকার তাঁর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেছে।