শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

জুলাই ‘গণহত্যা’: সাবেক এমপি আনিসুলকে গ্রেপ্তারের আবেদন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ ডিসেম্বর ২০২৫ | ১১:৪১ অপরাহ্ন


জুলাই ২০২৪-এর আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি, হাটহাজারী আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর এই আবেদন জমা দেন মো. ওমর ফারুক।

আবেদনকারী মো. ওমর ফারুক কুমিল্লা জেলার লাকসাম থানার বাসিন্দা হলেও বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় বসবাস করছেন।

পুলিশ সুপারের কার্যালয়ে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট হাটহাজারী মডেল থানাধীন বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা ও গুলি চালানো হয়। ওই ঘটনায় গত ২ অক্টোবর হাটহাজারী মডেল থানায় একটি মামলা (নম্বর: ০১) দায়ের করা হয়। সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদ এই মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।

আবেদনে অভিযোগ করা হয়, মামলার প্রধান আসামি হওয়ার পরও আনিসুল ইসলাম মাহমুদ এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তিনি হাটহাজারী এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে আবেদনে দাবি করা হয়। এতে আরও বলা হয়, পলাতক থেকেও আসামি এবং তার অনুসারীরা মামলার বাদীদের মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন।

আবেদনকারী মো. ওমর ফারুক আবেদনে উল্লেখ করেন, একটি স্বাধীন ও বৈষম্যহীন রাষ্ট্রে খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, এটি কোনোভাবেই কাম্য নয়। এই আসামির গ্রেপ্তার কেবল তাদের ব্যক্তিগত দাবি নয়, বরং এটি জুলাই বিপ্লবের সকল শহীদের রক্তের দাবি।

মঙ্গলবার রাতে আবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, ন্যায়বিচার নিশ্চিত করতে এবং জনস্বার্থেই তিনি এই আবেদন করেছেন। তিনি বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

আবেদনে আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে ডবলমুরিং থানার মামলা নং ১৫(০৯)২০২৪, হাটহাজারী থানার মামলা নং ২(১১)২০২৪ এবং কোতোয়ালি থানার মামলা নং ১২(১১)২০২৪ থাকার কথাও উল্লেখ করা হয়।

আবেদনটির অনুলিপি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারী।