
চট্টগ্রামের পটিয়ায় যৌতুক প্রথার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম যৌতুক বিরোধী সমাবেশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও বিশিষ্ট আলেম আল্লামা আবুল কাশেম নূরীর আহ্বানে এবং রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের সমাবেশেও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ধর্মীয় রীতি মেনে যৌতুকবিহীন একটি বিয়ের আকদ সম্পন্ন করা হবে। যৌতুকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার বার্তা দেওয়াই এই আয়োজরের মূল লক্ষ্য। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আবদুর রশিদ দৌলতী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিআইপি আবুল বশর। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু। এছাড়া স্থানীয় আলেম-ওলামা, ব্যবসায়ী ও সমাজসেবকরা সমাবেশে উপস্থিত থাকবেন।
আয়োজক কমিটির সদস্য মুহাম্মদ নুরুল আলম রুবেল জানান, আল্লামা আবুল কাশেম নূরীর আহ্বানে এটি তাঁদের দশম আয়োজন। যৌতুকের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতেই এই ধারাবাহিক প্রচেষ্টা। অনুষ্ঠানটি নির্বিঘ্নে ও সফলভাবে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।