শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিপিএলে নাটকীয়তা: খেলা শুরুর আগেই চট্টগ্রাম দলের দায়িত্ব নিল বোর্ড

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৫ ডিসেম্বর ২০২৫ | ২:৪৯ অপরাহ্ন


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর ঠিক আগের দিন বড়সড় ধাক্কা খেল টুর্নামেন্টটি। আর্থিক সংকটের কারণ দেখিয়ে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠানো এক চিঠিতে দলের মালিক কাইয়ুম রশিদ জানান, তাঁরা আর দলের মালিকানা রাখতে চান না। এই পরিস্থিতিতে দলটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে বিসিবি।

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পাঠানো চিঠিতে বিসিবিকে দলের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়। এরপর বিপিএলের কর্মকর্তারা দলের জ্যেষ্ঠ খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে জরুরি বৈঠক করেন এবং সেখান থেকেই চট্টগ্রাম দলের মালিকানা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। বৈঠকে উপস্থিত থাকা কোচিং স্টাফের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এখন থেকে চট্টগ্রাম দলের সবকিছুর দেখভাল করবে বিসিবি। ইতোমধ্যে রয়্যালসের স্কোয়াডে নতুন বিদেশি ক্রিকেটার ভেড়ানোর তোড়জোড়ও শুরু হয়েছে। বিসিবির দায়িত্ব নেওয়ার খবরটি খেলোয়াড়দের জন্য স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এর আগপর্যন্ত মালিকপক্ষের নানা কর্মকাণ্ডে দলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং তারা সমালোচিত হচ্ছিল।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠছে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। অথচ প্রথম ম্যাচে মাঠে নামার আগে এখনো সব সরঞ্জাম বুঝে পায়নি দলটি। এমনকি তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্প কবে আসবেন, সেটিও অনিশ্চিত। এর দুদিন আগে হঠাৎ করেই দলটির তিন বিদেশি ক্রিকেটার—পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন।

জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি ক্রিকেটাররা খেলতে আসতে চাচ্ছিলেন না। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও চট্টগ্রাম রয়্যালস ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও পরিশোধ করেনি। অথচ নিলামে চমক দেখিয়ে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়েছিল তারা। এর আগে বিসিবি জানিয়েছিল যে ফ্র্যাঞ্চাইজিটি অর্থ পরিশোধের শর্ত পূরণ করেছে, যা এখন প্রশ্নের মুখে পড়েছে। সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজনের আশা করলেও আসর শুরুর আগেই এমন ঘটনায় বিপাকে পড়তে হলো বিসিবিকে।