শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ৭ কিলোমিটার দৌড়

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ ডিসেম্বর ২০২৫ | ৬:১৬ অপরাহ্ন


শীতের সকালে কুয়াশা ভেদ করে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘শান্তির পথে’ ম্যারাথন দৌড়। শনিবার সকাল ৮টায় রাঙ্গুনিয়ার গোডাউন কর্ণফুলী ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে ৭ কিলোমিটার দীর্ঘ এই দৌড় শেষ হয় সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর মার্কেটে গিয়ে।

‘চলো যাই রাঙ্গুনিয়া’ নামের একটি সংগঠনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ম্যারাথনে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজক সংগঠনের অ্যাডমিন আরিফুল হক চৌধুরী জানান, সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং রাঙ্গুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি দেশব্যাপী তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

দৌড় শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারীদের সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা অ্যাওয়ার্ড, মেডেল ও সনদ প্রদান করা হয়।

ম্যারাথন চলাকালে দৌড়পথে পানি বিতরণ স্টেশন, স্কাউট, স্বেচ্ছাসেবক দল ও মেডিক্যাল টিম কাজ করে। আয়োজন সফল করতে সহযোগিতা করায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাঙ্গুনিয়া পৌরসভা, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগকে সম্মাননা জানানো হয়।

এছাড়া স্পন্সর প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সক শপ, সরফভাটা সমিতি চট্টগ্রাম ও আবদুর রাজ্জাক ফাউন্ডেশনের প্রতিনিধিদের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। ভবিষ্যতে এমন আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।