
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী বলেছেন, নৈতিক ও ইসলামী সুশিক্ষায় শিক্ষিত না হলে একটি ভালো জাতি গড়া সম্ভব নয়। গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে সমাজ থেকে দুর্নীতি ও অন্যায় বন্ধ করা যাচ্ছে না। তাই একটি আদর্শ জাতি উপহার দিতে হলে এবং বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে।
শনিবার সকালে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডে নবনির্মিত রাহমাতুল্লিল আলামীন (সা.) মহিলা মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. এনামুল হক আরও বলেন, ইসলামে আধুনিক শিক্ষার কথা বলা হয়েছে। আমরা যদি সঠিক শিক্ষার সমন্বয় ঘটাতে পারি, তবে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব হবে।
মাদ্রাসার পরিচালক রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মোজাফফর আহমদ।
প্রভাষক মো. ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এডুকেশন গার্ডেন হিফজ মাদ্রাসার প্রধান মাওলানা মো. খসরু, সমাজসেবক জাহাঙ্গীর আলম, সাংবাদিক রবিউল হোসেন এবং আমিনুল ইসলাম রায়হান প্রমুখ।
আয়োজকরা জানান, আধুনিক শিক্ষার সব উপকরণ ও মনোরম পরিবেশ নিশ্চিত করে রাহমাতুল্লিল আলামীন (সা.) মহিলা মাদ্রাসাটি যাত্রা শুরু করেছে। এখানে হিফজ বিভাগের পাশাপাশি প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।