শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় ভোটের বার্তা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন ইউএনও, দিলেন শীতবস্ত্রও

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ ডিসেম্বর ২০২৫ | ৮:১৭ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার লালানগর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

সভায় লালানগর ইউনিয়নের জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় শতাধিক মানুষ অংশ নেন। সভার কার্যক্রমের পাশাপাশি লালানগর ইউনিয়নের প্রায় ৫০ জন শীতার্ত নারী-পুরুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। বিশেষ করে গণভোট সম্পর্কে অনেক সাধারণ মানুষেরই পরিষ্কার ধারণা নেই। গণভোটের চারটি প্রস্তাবনা ও সংশ্লিষ্ট উপ-বিষয়গুলো আগেভাগে জনগণকে জানানোর উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি জানান, এর আগে দক্ষিণ রাজানগর ইউনিয়নেও একই ধরনের সভা অনুষ্ঠিত হয়েছে এবং ধারাবাহিকভাবে উপজেলার সব ইউনিয়নেই এ কার্যক্রম চলবে।

শীতবস্ত্র বিতরণের বিষয়ে ইউএনও বলেন, আমার গাড়িতে সবসময় শীতবস্ত্র রাখা থাকে। সভার ফাঁকে কিছু শীতার্ত বৃদ্ধ নারী-পুরুষের সঙ্গে দেখা হওয়ায় তাদের মাঝে প্রায় ৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে বেতাগী ইউনিয়ন ও রাঙ্গুনিয়া পৌরসভাতেও সীমিত পরিসরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।