শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়া ও ইয়াকুব আলীর মনোনয়নপত্র জমা, পাহাড়ে ভোটের উত্তাপ

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ ডিসেম্বর ২০২৫ | ৬:৫৬ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের প্রার্থীরা।

সোমবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। মনোনয়নপত্র দাখিলকালে উভয় প্রার্থীর সঙ্গে তাঁদের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিকেল ৪টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাতের কাছে হাতপাখা প্রতীকের মনোনয়নপত্র জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা কাউছার আজিজী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জাব্বার গাজী, জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুহাম্মদ আল আমিন, জেলা নির্বাচন কমিটির প্রশাসন ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মদ ইব্রাহিম খলিল এবং জেলা দপ্তর সম্পাদক মুহাম্মদ ওমর হাসানসহ জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়া গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির মনোনীত প্রার্থী দীনময় রোয়াজা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীরা নির্বাচনী বিধি মেনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে খাগড়াছড়িবাসী তাঁদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।