
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদ বদরখালীর নৌচ্যানেলে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই দিন পৃথক অভিযানে অবৈধ বালু পরিবহনের দায়ে দুটি ডাম্পার ট্রাক জব্দ করে মালিকদের মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ও বিকেলে উপজেলার বদরখালী ও ডুলাহাজারা ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব। এ সময় চকরিয়া থানা পুলিশের একটি দল, বদরখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভূমি তহসিলদার ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের নৌচ্যানেল থেকে সেলো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বদরখালী ইউনিয়নের নতুন ঘোনা রাস্তার পাশে মজুদ করে ব্যবসা চালিয়ে আসছিল। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে আটক মো. শফিকুল ইসলাম (৪৫) নিজের অপরাধ স্বীকার করায় তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব জানান, কারাদণ্ড ছাড়াও বদরখালী এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় ডাম্পার ট্রাকের মালিক মো. আব্দুল করিমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই দিন বিকেলে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে পৃথক অভিযানে অবৈধ বালু পরিবহনের দায়ে মো. আইয়ুব নামের আরেক ডাম্পার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।