শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, মাদক ও ৪ লাখ টাকাসহ গ্রেপ্তার ৬

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ ডিসেম্বর ২০২৫ | ২:২৩ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ এক নারী ও পাঁচ পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রোশনারা (৪০), দেলোয়ার হোসেন (৪০), আবদুস সালাম (৪৮), মো. আরমান (২৫), মো. পারভেজ হোসেন (৩৪) ও মো. আলাউদ্দিন (২০)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাট এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তল্লাশি চালিয়ে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭৪৮ পিস ইয়াবা, ২৫ লিটার বাংলা মদ ও ১৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। মাদকের পাশাপাশি ওই আস্তানা থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬টি দা, ১টি চাইনিজ কুড়াল, ৯টি ছুরি, ৬টি কাঁচি ও ৪টি লোহার পাইপ। এছাড়া ৪টি মোবাইল ফোন এবং নগদ প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।