
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) ভোরে ও সকালে উপজেলার পশ্চিম ঢেমশা এবং কেওচিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ইফতেকার (২৬) ও রবিউল আলম (৩৪)।
সাতকানিয়া থানা পুলিশ সূত্র জানায়, রোববার ভোরে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্তের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় অভিযান চালায়। এ সময় ইফতেকার নামের এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর বসতঘরের ছাগলের খোয়ার থেকে একটি দেশীয় তৈরি এলজি, তিনটি ১২ বোর কার্তুজ ও একটি লম্বা রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইফতেকারকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।
অন্যদিকে একই দিন সকালে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার রাজবংশীর নেতৃত্বে পুলিশের একটি দল কেওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় রবিউল আলম নামের এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে তাঁকে তল্লাশি করা হয়। পরে তাঁর জুতার ভেতর বিশেষ কায়দয় লুকানো অবস্থায় ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে রোববার অস্ত্র ও ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।