
সবুজ ক্যাম্পাসের ওপর নীল আকাশ, পেছনে জলরাশি আর নিচে দুর্বাঘাসের গালিচা—এমন মনোরম পরিবেশে সাজানো হয়েছিল বই বিতরণের খোলা মঞ্চ। শীতের মৃদু হাওয়ায় রঙিন ঝালরের ওড়াউড়ির মধ্যেই টেবিলে সাজানো ছিল সারি সারি নতুন বই।
বছরের প্রথম দিনে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ভার্চু স্কুল অ্যান্ড কলেজে এভাবেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন শিক্ষাবর্ষের বই। শ্রেণিকক্ষের চার দেয়ালের বাইরে এমন বর্ণিল ও উন্মুক্ত আয়োজনে বই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা।
স্থানীয়ভাবে সৃজনশীল শিক্ষাব্যবস্থাপনার জন্য সমাদৃত এই প্রতিষ্ঠানটি। প্রথাগত আয়োজনের বাইরে গিয়ে উন্মুক্ত মঞ্চে এই বই উৎসব শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উদ্দীপনা যোগ করে। মাইকে একে একে নাম ঘোষণার পর প্লে থেকে নবম শ্রেণির শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহি উদ্দিন কাদের অদুল বলেন, হৃদয় ও মনের বিশালতা অর্জনের জন্যই বই পড়তে হবে। জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষাবর্ষের শুরু থেকেই প্রতিটি পাঠ হৃদয়ঙ্গম করতে হবে। বছরের প্রথম দিনই ছাত্র-ছাত্রীদের এ শিক্ষাটি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই খোলা আকাশের নিচে মুক্ত মঞ্চে নতুন বই বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন ভার্চু স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মরিয়ম বেগম মর্জিনা, সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর স্মৃতি আপনান লাকী, সহকারী শিক্ষক মোহাম্মদ রমিজ উদ্দিন, মোহাম্মদ জামাল উদ্দিন, ইমরুল মোস্তফা ছাদিদ, রিমা আকতার, রহিমা বেগম এবং মোশাররফ হোছাইন।
এছাড়া বিপুলসংখ্যক অভিভাবকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সপ্তম শ্রেণির ছাত্রী হুরে জন্নাতের সঞ্চালনায় উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।