
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে শুরু হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ আয়োজনে সভাপতিত্ব করবেন এসোসিয়েশনের সভাপতি এবং সদ্য অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত বর্তমান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।
সংগঠন সূত্রে জানা গেছে, নির্বাচনের আগেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এর মধ্যে সাধারণ সম্পাদক হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন। এছাড়া সহ-সভাপতি পদে মনজুরুল ইসলাম ও শামসুল আলম, যুগ্ম সম্পাদক পদে হেলাল উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ পদে শরীফুজ্জামান খান টিপু এবং দপ্তর সম্পাদক পদে গোলাম মাওলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে মূল নির্বাচনের দিন কেবল কার্যনির্বাহী সদস্য পদের জন্যই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কমিটির ৮টি সদস্য পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৩ জন প্রার্থী। সদস্য পদে লড়ছেন সাইফুল আজম, হুমায়ন রশিদ, রুবেল বড়ুয়া, হুমায়ুন কবির, ইব্রাহিম হোসেন, জিয়াউর রহমান, নাফিজ সরকার, আবদুর করিম, খোরশেদ আলম, নুরুল গনি মিল্কি, দিদারুল আলম ও নুরুল আফসার প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে সকল সম্মানিত আজীবন সদস্য ও সাধারণ সদস্যদের আগামী ১৬ জানুয়ারি শুক্রবার সকাল ৯টার মধ্যে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বার্ষিক সাধারণ সভা শেষ হওয়ার পরপরই সদস্য পদের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হবে।