
জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমানো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার যুবক মো. সাজ্জাদের স্বপ্ন কেড়ে নিল সড়ক দুর্ঘটনা। রোববার (৪ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদ শহরে কাজ শেষে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত মো. সাজ্জাদ (৩৫) রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামের মো. মফজল আহমদের ছেলে।
প্রবাসীরা জানান, সাজ্জাদ রিয়াদ শহরে কাজ করতেন। রোববার রাতে কর্মস্থল থেকে কাজ শেষ করে সাইকেল চালিয়ে তিনি বাসায় ফিরছিলেন। পথে একটি দ্রুতগামী প্রাইভেটকার পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে এবং বাবা-মায়ের স্বপ্ন পূরণে সাজ্জাদ সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা সব স্বপ্ন ধুলিসাৎ করে দিয়েছে। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে পশ্চিম খুরুশিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।