
বান্দরবানে আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রলির ধাক্কায় রেজাউল করিম নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদার দীঘির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম (৪৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল করিম ও তাঁর দুই ভাই মিলে একটি মোটরসাইকেলে করে বান্দরবান থেকে চকরিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। তাঁরা বান্দরবানে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়েছিলেন। পথিমধ্যে লোহাগাড়ার পদুয়া এলাকায় পৌঁছালে পাশ থেকে আসা একটি ট্রলি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা রেজাউল করিম ছিটকে সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা অন্য দুই ভাই প্রাণে বেঁচে যান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রেজাউল করিমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।