
চট্টগ্রামের পটিয়ায় এক ছাতার নিচে সব পণ্যের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে সুপারশপ ‘স্বপ্ন’।
শনিবার বেলা ১২টায় পটিয়া থানার মোড় এলাকায় কেপিডিএল ক্রাউন সেন্টারের পাশে নতুন এই আউটলেটটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনের শুরুতে কোরআন খতম ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সুপারশপটির কার্যক্রম শুরু করা হয়।
স্বপ্নের এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম মারুফ জানান, এখানে কেনাকাটায় ক্রেতাদের ভ্যাট-ট্যাক্সের কোনো ঝামেলা পোহাতে হবে না। পটিয়াবাসীর চাহিদার কথা বিবেচনা করেই নিত্যপ্রয়োজনীয় সব ভোগ্যপণ্য একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে।
পটিয়ায় এতদিন কোনো সুপারশপ না থাকায় ক্রেতাদের নানা সমস্যায় পড়তে হতো উল্লেখ করে প্রতিষ্ঠানটির অন্যতম স্বত্বাধিকারী বাহাদুর খাদেমী আশা প্রকাশ করেন, নতুন এই উদ্যোগ স্থানীয়দের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজকর্মী বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, গাজী তাহের, জায়েদুল হক, ইদ্রিস পানু ও মিশকাত আহমদ।
এ সময় স্বপ্নের পটিয়া আউটলেটের আরেক স্বত্বাধিকারী ইলিয়াছ আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।