শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় অপহৃত রুবেল উদ্ধার, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ জানুয়ারী ২০২৬ | ৬:৪৩ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপহৃত মো. রুবেল নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার পোমরা ইউনিয়নে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পোমরা ইউনিয়নের দানু মেম্বারের ছেলে শাহেদ হাসান, একই এলাকার আবদুল করিমের ছেলে ওবায়দুল মোস্তফা সৌরভ এবং বেতাগী ইউনিয়নের প্রজেক্ট গেইট এলাকার মজু মিয়ার ছেলে মো. আব্দুস সালাম সাকিব। উদ্ধার হওয়া অপহৃত ব্যক্তির নাম মো. রুবেল, তাঁর বয়স ৩০ বছর।

সেনাবাহিনী সূত্র ও স্থানীয় প্রশাসন জানায়, অপহরণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিট থেকে রাত পৌনে ৩টা পর্যন্ত পোমরা এলাকায় যৌথ বাহিনী এই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে। দীর্ঘ প্রচেষ্টার পর অপহৃত রুবেলকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এরপর গ্রেপ্তারকৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৮০ পিস ইয়াবা ও ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া তাঁদের হেফাজত থেকে দা, চাপাতি, রামদা, ছুরি ও হাতুড়িসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ৩টি পাসপোর্ট, ৫টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকাও জব্দ করা হয়।

এ বিষয়ে রাঙ্গুনিযা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের সময় পুলিশের সহায়তা চেয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত আলামত বুঝে নেয় এবং তিনজনকে গ্রেপ্তার দেখায়। জব্দকৃত মাদক ও অস্ত্রের ঘটনায় তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।