
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি বাতিল এবং মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। রোববার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনে জড়ো হয়ে কয়েকশ ব্যবসায়ী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
লোহাগাড়া মোবাইল মালিক ব্যবসায়ী সমিতির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ীরা দাবি সংবলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, এনইআইআর কার্যক্রম এবং আমদানিতে অতিরিক্ত শুল্কের কারণে সাধারণ ব্যবসায়ীরা এখন পথে বসার উপক্রম হয়েছেন। অস্তিত্ব রক্ষার স্বার্থেই তারা দোকানপাট বন্ধ রেখে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
সমিতির সভাপতি রিদুয়ানুল কবির এরফান ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ বক্তারা বলেন, “এনইআইআর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। একই সঙ্গে মোবাইল ফোন আমদানির প্রক্রিয়া সহজতর করা এবং আমদানির ক্ষেত্রে বর্তমান করের হার কমিয়ে আনতে হবে।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা আবদুল্লাহ বাবলু, মো. তারেক, আব্বাস উদ্দিন, জিল্লুর রহমান, রায়হান ও সাহাব উদ্দিন।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এলাকার সব মোবাইল ফোনের দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ ক্রেতারা। প্রয়োজনীয় সেবা ও হ্যান্ডসেট কিনতে এসে অনেককে ফিরে যেতে দেখা গেছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এনইআইআর সিস্টেম বাতিলের পাশাপাশি এ বিষয়ে বাস্তবসম্মত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।