শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ফটিকছড়ি থেকে চবি ক্যাম্পাস: ভর্তিচ্ছুদের যাতায়াত সহজ করল শিক্ষার্থীদের সংগঠন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ জানুয়ারী ২০২৬ | ৮:১১ অপরাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় অংশ নিতে ফটিকছড়ি থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি ও মানসিক চাপ কমাতে পাশে দাঁড়িয়েছে ‘ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’। সংগঠনটির উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিস চালু করা হয়, যার মাধ্যমে শত শত শিক্ষার্থী নির্বিঘ্নে ক্যাম্পাসে যাতায়াতের সুযোগ পেয়েছেন।

গত ২, ৩, ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ (অ, ই, ঈ ও উ) ইউনিটের ভর্তি পরীক্ষার দিনগুলোতে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

ভর্তি পরীক্ষা মানেই দূরদূরান্ত থেকে আসা হাজারো শিক্ষার্থীর ভিড়, যানবাহনের সংকট এবং সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে চরম অনিশ্চয়তা। বিশেষ করে ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছানো শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই সংকট নিরসনে ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের কার্যকরী কমিটি এই উদ্যোগ গ্রহণ করে।

সংগঠনটির সদস্যরা জানান, কেবল বাস সার্ভিস দেওয়াই নয়, যাত্রাপথে তদারকি, শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা এবং বাস থেকে নামার পর পরীক্ষার কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছে দিতেও তারা স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন। পুরো কার্যক্রমটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থীদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতা দিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সরওয়ার আলমগীর।

কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকা অ্যাসোসিয়েশনের সভাপতি মিনহাজ উদ্দিন সফলভাবে কর্মসূচি সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন জনি বলেন, “উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এবং এর মাধ্যমেই ভবিষ্যতে একটি সুন্দর ফটিকছড়ি গড়ে উঠবে।” শিক্ষাবান্ধব এসব কার্যক্রমে তিনি সবার সহযোগিতা কামনা করেন।