
নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে বিএনপি সংসদে ১০ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন এবং দরিদ্র পরিবারের নারী প্রধানের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌরসভা মহিলা দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির এই প্রার্থী বলেন, “মেয়েদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা ও উপবৃত্তি চালু করেছিলেন। সেই ব্যবস্থার মধ্য দিয়ে তারা আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি হয়েছে এবং নারীদের মধ্যে শিক্ষার হার বেড়েছে।”
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “আগামী সংসদে শতকরা ১০ ভাগ নারীকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সরাসরি মনোনয়ন দেওয়ার প্রস্তাব ছিল বিএনপির। কিন্তু আমরা দেখেছি, অন্যান্য রাজনৈতিক দল একজন নারীকেও সংসদ সদস্য নির্বাচনের জন্য মনোনয়ন দেয়নি। অথচ তারা বাড়ি বাড়ি গিয়ে নারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, “আমরা বলেছি, দরিদ্র পরিবারের প্রধান যিনি, অর্থাৎ ওই নারীকে একটি ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এর মাধ্যমে তার পরিবারে সচ্ছলতা ও স্বনির্ভরতা আসবে, তিনি মর্যাদাপ্রাপ্ত হবেন। নারীর নিরাপত্তা নিশ্চিত ও ক্ষমতায়ন হবে। এটি বিএনপির সরাসরি কর্মসূচি।”
তিনি আরও বলেন, “কৃষকদের জন্য কৃষি কার্ড, খতিব-ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানি ভাতা, খেলাধুলা ও কারিগরি শিক্ষাসহ নানা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। বিএনপি যেসব পরিকল্পনা ও কর্মসূচি নিয়েছে, তা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “যারা জনগণকে বিভ্রান্ত করছে, দেশ গড়ার কোনো চিন্তা বা নীতি তাদের মধ্যে দেখি না। তারা কেবল আদর্শের বুলি আউড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
চকরিয়া পৌরসভা মহিলা দলের সভাপতি রিফাত সাবরিনা হায়দারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম প্রমুখ।