
চট্টগ্রামের পটিয়ায় গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণা চালিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ ‘ভোটের গাড়ি’। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর সদরের কলেজ গেট এলাকায় এই প্রচারণা চালানো হয়।
‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে গণভোটের প্রচারণায় লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি একটি সাদা বোর্ডে মানুষের মন্তব্য লেখা এবং জনমত বাক্সে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করা হয়। অভিনব এই প্রচারণায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
পটিয়া কলেজ গেট এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
তিনি বলেন, “সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে সচেতন করতে এই ‘ভোটের গাড়ি’ প্রতিটি উপজেলায় ভ্রমণ করছে। সংস্কৃতি মন্ত্রণালয় এটির আয়োজন করলেও স্থানীয় প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা করছে। এতে মানুষের ব্যাপক সাড়া মিলছে।”
প্রকল্পের ইনচার্জ মো. শাহিন জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে তারা ভোটের গাড়ি নিয়ে গণভোটের প্রচারণা চালাচ্ছেন। মাসব্যাপী এই কর্মসূচি পটিয়া ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলবে।
প্রচারণা নিয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থী মো. জোবাইর বলেন, “এটি একটি ভালো উদ্যোগ। গণভোট নিয়ে তরুণরা সচেতন হলেও বয়স্ক মানুষের আগ্রহ কম। এ ধরনের প্রচারণা শহর অঞ্চল ছাড়াও গ্রামেও ছড়িয়ে দেওয়া দরকার।”