
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ এই নোটিশ জারি করেন। নোটিশে শাহজাহান চৌধুরীকে আগামী সোমবার বেলা ১১টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি প্রীতিভোজে অংশ নেন শাহজাহান চৌধুরী। ওই অনুষ্ঠানে তার উপস্থিতিতেই স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়া বা প্রচারণা চালানো নিষিদ্ধ। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে প্রার্থী শাহজাহান চৌধুরী এবং ভোট প্রার্থনাকারী জসিম উদ্দিনকে শোকজ করা হলো।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা চালানো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।”