
চট্টগ্রামের রাউজানে প্রায় শতবর্ষী এক অলির মাজারের পবিত্রতা নষ্ট করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। উপজেলার উরকিরচর গ্রামে হযরত লাল মিয়া শাহ (র.) এর মাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, জিয়ারতকারীর ছদ্মবেশে রাতের আঁধারে মাজারে প্রবেশ করে দুর্বৃত্তরা মাজারের গিলাফের ওপর ছেঁড়া জুতা রেখে যায় এবং গিলাফটি টেনেহিঁচড়ে ফেলে দেয়। সকালে জিয়ারত করতে আসা সাধারণ মানুষ এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন স্থানে ‘সুন্নি জনতা’র ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন। তারা অবিলম্বে এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মুহিউদ্দিন চৌধুরী বলেন, দুর্বৃত্তরা অত্যন্ত সুকৌশলে জিয়ারতের নাম করে ঢুকে এমন ন্যক্কারজনক কাজ করেছে। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সামিল। আমরা এর তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।