শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পটিয়ায় শাহচাঁন্দ আউলিয়া মাদ্রাসায় ৩০ লাখ টাকায় হচ্ছে দৃষ্টিনন্দন ফটক

মাদ্রাসার ৬ তলা ভবন নির্মাণের প্রস্তাবনা, কাজ পরিদর্শনে ইদ্রিস মিয়া
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ জানুয়ারী ২০২৬ | ৯:২০ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসা ও মাজার গেট এলাকায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে একটি দৃষ্টিনন্দন প্রবেশপথ বা ফটক।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নবনির্মিত এই ফটকের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মাদ্রাসা গভর্নিং কমিটির আহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়া।

পরিদর্শনকালে পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া জানান, শাহচাঁন্দ আউলিয়া মাজার গেটটি অনেক পুরোনো ছিল এবং মহাসড়কের পাশে অবস্থানের কারণে তা ভেঙে নতুন করে এই দৃষ্টিনন্দন ফটক নির্মাণ করা হচ্ছে।

এছাড়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ৬ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শাহচাঁন্দ আউলিয়া মাজার ও মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন।

পরিদর্শনকালে ইদ্রিস মিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাসেম নুরী, মাওলানা আবদুল জব্বার, পৌরসভা বিএনপি নেতা আমির হোসেন সওদাগর, বিএনপি নেতা কালাম মেম্বার, কাদের সওদাগর, আবদুল হক কন্ট্রাক্টর, পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ জিয়া ও মো. রুবেল।

ফটক নির্মাণ কাজ পরিদর্শন শেষে অতিথিরা মাদ্রাসার চলমান অন্যান্য উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শাহচাঁন্দ আউলিয়া (র.) এর মাজার জিয়ারত করেন। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম নুরী।