শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সরাইপাড়ায় শবে বরাত ও রমজান নিয়ে মহল্লা কমিটির সভা

আতশবাজি বন্ধ ও সাড়ে ১২টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত
একুশে ডেস্ক | প্রকাশিতঃ ১৭ জানুয়ারী ২০২৬ | ৯:৪০ অপরাহ্ন


আসন্ন পবিত্র শবে বরাত ও পবিত্র রমজান মাস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের সরাইপাড়ায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শবে বরাতে আতশবাজি-ফটকা বিক্রি রোধ এবং রাত সাড়ে ১২টার পর এলাকার সব দোকানপাট বন্ধ রাখাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ এশা ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির উদ্যোগে আলহাজ্ব মাহবুব আলমের বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মিয়া ফেরদৌস সওদাগরের সভাপতিত্বে এবং মো. দৌলত খানের সঞ্চালনায় সভায় বক্তারা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক শৃঙ্খলা রক্ষার ওপর জোর দেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষায় এলাকার কোনো দোকানদার যাতে আতশবাজি ও ফটকা বিক্রি না করেন, সে বিষয়ে কঠোর জনসচেতনতা সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে স্থানীয় মসজিদগুলোতে জুমার খুতবায় আলোচনার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া রমজান মাসে এলাকার অসহায় ও দুস্থদের তালিকা তৈরি করে ইফতার সামগ্রী বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

সামাজিক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সভায় আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—রাত সাড়ে ১২টার পর এলাকার কোনো দোকান খোলা রাখা যাবে না, চলাচলের রাস্তায় ভ্যানগাড়ি বসানো যাবে না এবং এলাকার নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এছাড়া প্রতি বৃহস্পতিবার রাত ১২টায় রাস্তা ঝাড়ু দেওয়ার যে সিদ্ধান্ত আগের সভায় নেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে জোর দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য মো. মজিবুল হক, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, সহ-সভাপতি মো. হাবিবুল্লাহ ও আব্দুর শুক্কুর। আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মো. ইকরামুল হক রাব্বি, মারুফ বিন মোস্তফা ও নাহিদুল মাহবুব স্বদেশ, সহ-অর্থ সম্পাদক আলী রেজা রাজু ও এমদাদুল ইসলাম রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ আহমেদ বাবলু, দপ্তর সম্পাদক মো. ইউসুফ মাষ্টার, সহ-দপ্তর সম্পাদক নেছার আহমেদ রানা, প্রচার সম্পাদক মো. সেলিম উল্লাহ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. ফারুক হোসেন আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম খোকন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ খান বাদল ও মো. সাজ্জাদ হোসেন সায়েম, ক্রীড়া সম্পাদক মো. বখতিয়ার এবং সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সোহেল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ইউসুফ খান বাদল। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মারুফ বিন মোস্তাফা এবং হাদিস শরীফ পেশ করেন মো. দৌলত খান। সভার শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন মো. ইউসুফ মাষ্টার।