চট্টগ্রাম: গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনার পর চট্টগ্রাম নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ দেয়া হয়েছে। এছাড়া প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে।
নগর পুলিশ সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে নগরীর মার্কেট-শপিংমল, রেলস্টেশন-বিমানবন্দর ও সড়কগুলোতে অতিরিক্ত ৮শ’ পুলিশ সদস্য মোতায়েন আছে। শুক্রবার রাতে আরও ৮’শ অতিরিক্ত পুলিশ মাঠে নামানো হয়েছে। গুলশানে হামলার বিষয় নিয়ে শনিবার নগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন।