
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজাসহ মো. আনোয়ার (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৪ নম্বর কাঞ্চনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুপী পাড়ার টেক এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মো. আনোয়ারের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, রাতে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কাঞ্চনা ইউনিয়নের ধুপী পাড়ার টেক এলাকায় পাকা রাস্তার ওপর তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় একটি সবুজ রঙের অনটেস্ট সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে গাড়ির পেছনের সিটে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো ১১টি প্যাকেটে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। হাতেনাতে গ্রেপ্তার করা হয় আনোয়ারকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, শনিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি মঞ্জুরুল হক আরও বলেন, “মাদকমুক্ত সাতকানিয়া গড়তে থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”