শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সিঙ্গাপুরে ভিন্ন ভাষাভাষি শ্রমিক শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা রোববার

| প্রকাশিতঃ ৩ জানুয়ারী ২০১৮ | ৬:২৪ অপরাহ্ন

সিঙ্গাপুর প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার একমাত্র চির বসন্তের নগরী ও সৌন্দর্যের রানী সিঙ্গাপুরে ভিন্ন ভাষাভাষি প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এযাবত কালের সর্ববৃহৎ কালচারাল শো বা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আগামী রোববার (৭ জানুয়ারি) বাঙালি অধ্যুষিত মোস্তফা সেন্টারের দুই নম্বর গেট সংলগ্ন মালাবার ডায়মন্ড ভবনের তৃতীয় তলায় এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এতে থাকছে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিনসহ বিভিন্ন দেশের প্রবাসী শিল্পীদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি থাকছে বিভিন্ন দেশের নৃত্য দলের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন TW2 এর সদস্য মিস দেবী ফারদাইস। বাংলাদেশ হাই কমিশনের পদস্থ কর্মকর্তা ছাড়াও ভ্রমণবিষয়ক লেখক শিভাজি দাস, সিঙ্গাপুর হিউম্যানিস্ট সোসাইটির চেয়ারম্যান টান টাট সি উপস্থিত থাকবেন।

বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত পর্যায়ক্রমে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। আছে সান্ধভোজের আয়োজন! ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজকরা হলেন ফজলে এলাহী রুবেল, রিপন চৌধুরী, এ কে জিলানী, সৌর্যিক সারথি দাস, জাহাঙ্গীর খান, এম ডি শরিফসহ সিঙ্গাপুরের একঝাঁক তরুণ প্রবাসী।

অনুষ্ঠানের প্রধান আয়োজক ফজলে এলাহী রুবেল বলেন, কর্মব্যস্ত প্রবাস জীবনেও আমরা আমাদের লাল সবুজের দেশীয় সংস্কৃতিকে বুকে লালন করে আসছি। দেড় লক্ষ প্রবাসী বাঙালির মিলনমেলা এই সিঙ্গাপুর। আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বরাবরই বিশ্বের আঙিনায় তুলে ধরি, যা প্রতি মুহূর্তেই আমাদের আনন্দ দেয়। কিন্তু বিভিন্ন দেশের প্রবাসীরা একত্রিত হয়ে অংশগ্রহণমূলক শো এখনো অনুষ্ঠিত হয়নি, তাই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীরা তাদের প্রতিভা সিঙ্গাপুরের জনগণের কাছে ফুটিয়ে তুলতে সক্ষম হবেন। পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী শ্রমিকদের মাঝে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করতে সহায়তা করবে এই অনুষ্ঠান।”

রুবেল বলেন, প্রবাস জীবন নিয়ে ভিন্নদেশের প্রবাসীদের অনুভূতির কথা জানা বা তাদের হৃদয়ের কথা একে অপরের সঙ্গে শেয়ার করা সত্যিই এক ভিন্নধর্মী আয়োজন বলা যায়। তাই সিঙ্গাপুরে বর্তমান সময়ের জনপ্রিয় প্রবাসী কবিদের হৃদয় নিংড়ানো কবিতা আবৃত্তি, প্রবাসী লেখকদের আলোচিত বই প্রদর্শনী , বহুল জনপ্রিয় সিঙ্গাপুর মাইগ্র্যান্ট ব্যান্ডের মন মাতানো গান, প্রবাস জীবন নিয়ে গুণীজনদের স্মৃতিচারণ ও কর্মজীবনের আলোকে রচিত সচেতনতামূলক নাটিকা “The Eagle Eye” এর নানা অনুষ্ঠানের আয়োজন করছি সিঙ্গাপুরে।