রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে খেলছে চট্টগ্রামের তিন ক্রিকেটার

| প্রকাশিতঃ ৮ জানুয়ারী ২০১৮ | ৭:২০ অপরাহ্ন

চট্টগ্রাম : পাকিস্তানের লাহোর এবং সংযুক্ত আরব আমিরাতের আজমানে আয়োজিত ওডিআই ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল পাকিস্তানের লাহোরে অবস্থান করছেন। সোমবার (৮ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠল এই আসরের। এবার বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলে জয়গা করে নিয়েছেন চট্টগ্রামের তিন ক্রিকেটার- তানজিলুর রহমান, আরিফ এবং আবু শাহেদ।

জন্মান্ধ তানজিলুর রহমান এবার বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থী। তিনি বি-১ ক্যাটাগরির খেলোয়াড়। সর্বশেষ অনুষ্ঠিতব্য জাতীয় লীগে দুর্দান্ত পারফর্ম করা অলরাউন্ডার আরিফ নির্বাচকদের নজর কেড়েছেন। দলে পরিশ্রমী ফিল্ডার হিসেবে খ্যাতি রয়েছে তার। তিনি বি-৩ ক্যাটাগরি খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রাক্তন ছাত্র আরিফ পেশায় সরকারি চাকরিজীবি।

দলে বি-১ ক্যাটাগরীর খেলোয়াড় হিসেবে পারফরমেন্স বিবেচনায় মনোনীত হয়েছেন আবু শাহেদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ালেখা করছেন। তানজিল, আরিফ এবং শাহেদ তিনজনই দেশীয় ক্রিকেটে চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন। এদের তিন জনেরই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

উল্লেখ্য, জীবন-সংগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীদের অনুপ্রেরণা জোগাতে ১৯২২ সালে অস্ট্রেলিয়ায় এই খেলার প্রবর্তন শুরু হয়। নিয়মকানুন স্বাভাবিক ক্রিকেটের মতো হলেও বোলিং-এ বিস্তর তফাৎ রয়েছে। একাদশে চারজন সম্পূর্ণ অথবা আংশিক দৃষ্টিপ্রতিবন্ধী খেলেন।