রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নাসিরাবাদ সরকারি স্কুলের সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন শুক্রবার থেকে

| প্রকাশিতঃ ১১ জানুয়ারী ২০১৮ | ৬:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম : ‘চলো যাই উৎসবে ফিরে যাই শৈশবে’ এই স্লোগানে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব শুক্রবার (১২ জানুয়ারি) থেকে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে ও নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সহযোগিতায় দুইদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বিকাল ৩ টা থেকে সাড়ে ৪ টায় র‌্যালি ও সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন, সন্ধ্যা ৬ টা থেকে ৮ টায় আলোচনা সভা, রাত ৮ থেকে সাড়ে ১১ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০ টা থেকে ১১ টায় ম্যাগাজিন ও স্মারক উপহার, ১১ টা থেকে ১ টায় প্রাক্তন ছাত্রদের ব্যাচ অনুযায়ী স্মৃতিচারণ, বিকাল ৩ টা থেকে ৫ টা মিউজিক্যাল চেয়ার, পিলো পাসিং ও স্মৃতিচারণ, সন্ধ্যা সাড়ে ৫ টায় আলোচনা সভা, রাত সাড়ে ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাড়ে ১০ টায় র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নজরুল কবির দীপু একুশে পত্রিকাকে বলেন, রাত পেরোলেই পুরোনো স্মৃতির ঝাঁপি খুলে আনন্দে মেতে উঠবে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।