ঢাকা: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আজ জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলংকা।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হওয়া লংকানরা এই জয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল।
মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ৪৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
জবাবে ৪৪.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে লংকানরা।